Seo pro ব্লগার টেমপ্লেট ডাউনলোড ও কাস্টোমাইজ


থিম বা টেমপ্লেটঃ

ব্লগার জগতে টেমপ্লেট বা থিম একটি গুরুত্বপূর্ণ অংশ। টেমপ্লেট বা থিম হলো একটি ব্লগারের গাঠনিক রুপ বা ডিজাইন। যা একটি ব্লগের সৌন্দর্য কে বৃদ্ধি করে। ঠিক তেমন এক একটি থিম বিভিন্ন কাজের ওপর ভিত্তি করে বিভিন্ন ডিজাইনে তৈরী করা হয়ে থাকে।

থিম বা টেমপ্লেট ২ ভাবে পাওয়া যায় বা প্রকাশিত হয়, তা হলো
  1. পেইড ভার্সন থিম
  2. ফ্রি ভার্সন থিম




এখন আমরা জানবো পেইড ভার্সন থিম ও ফ্রি ভার্সন থিম কি ???


পেইড ভার্সন থিমঃ

যেই থিমে সকল ফিচার্স বা সব ‍সুবিধা পাওয়া যায় তাকে পেইড ভার্সন থিম বলে। এক কথায় সকল সুবিধা সম্বলীত থিমকে পেইড ভার্সন থিম বলে। এবং এই থিম টাকা/ অর্থের বিনিময়ে নিতে হয়।

 ফ্রি ভার্সন থিমঃ

যেই থিমে সকল ফিচার্স বা সব ‍সুবিধা পাওয়া যায় না তাকে ফ্রি ভার্সন থিম বলে। এক কথায় সীমাবদ্ধতা যুক্ত থিমকে ফ্রি ভার্সন থিম বলে। এবং এই ফ্রি ভার্সন থিমটি কম্পানি স্যাম্পল হিসেবে দিয়ে থাকে।

কাজের ওপর ভিত্তি করে  তৈরী করা হয়েছে এমন অনেক থিম আছে এর মধ্যে অন্যতম কয়েকটি ব্লগার থিমের নাম হচ্ছেঃ

  • Mag pro
  • Sora seo
  • Sora seo 2
  • Sora cart
  • News pro
  • Seo pro
  • Text blogger
  • Mag one news
  • Sports
  • Clean ( mgazine ) etc.


আসলে সব থিমের বেসিক একই কিন্তু পেইড থিম গুলোতে আরো কিছু এক্সক্লুসিভ এক্সট্রা অপশন যুক্ত থাকে ফলে অনেক সুবিধা পাওয়া যায় ও থিম কাস্টমাইজ করা অনেক দ্রুত হয়।







এখন আমরা জানবো SeoPro Blogger Template Paid Version এর সুবিধা সমুহঃ


Features of SeoPro Blogger Template
  1. 100% Responsive Design
  2. RTL Supported
  3. One-Click Boxed Layout
  4. Beautiful Arabic Font
  5. AdSense (In-Feed ADS) on Homepage
  6. Advanced Author Box
  7. One-Click Dark Mode
  8. Auto Translated
  9. Disqus and Facebook Comments
  10. Awesome Ajax Mega Menu
  11. Header Ads
  12. Post ADS 1 and 2 on Post Page
  13. Custom Footer Copyrights
  14. One-Click Left Sidebar
  15. Responsive YouTube Videos
  16. Advanced Related Posts
  17. Awesome About Section
  18. Embed Video and Image in Comments Via Links.
  19. Templateify Post Shortcodes 2.0
  20. Sidebar Post Widgets
  21. Footer Ads
  22. Footer Menu
  23. Native Cookie Consent
  24. Fast Loaded
  25. SEO Optimized
  26. Fully Customizable
  27. Lifetime Template Updates 




এই থিমটির মুল সুবিধা গুলো হলঃ

  • রেসপন্সিভ ডিজাইন
  • অটো এড শো অন পোস্ট
  • ফুটার সেকশন
  • কুকি
  • ডিফলট আইকন
  • ওয়ান ক্লিক ডার্ক মোড


রেসপন্সিভ ডিজাইনঃ

 এই ফিচার টি প্রায় সব থিমেই পাওয়া যায়, আর এই  ফিচারটি একটি থিমের মুল বিষয়। কারন গুগল এডসেন্স এড শো ও যে কোন ডিভাইসে দ্রুত পেজ লোড হওয়ার জন্য থিমে রেসপন্সিভ ডিজাইন থাকা আবশ্যক।



অটো এড শো অন পোস্টঃ
এই প্রিমিয়াম ফিচারটি থাকার ফলে ব্যবহার কারিকে কষ্ট করে পোস্টের মধ্যে বার বার এড কোড বসাতে হয় না। শুধুমাত্র একবারই এড সেট করতে হয়। ফলে অনেক সময় বেচে যায়।


ফুটার সেকসনঃ

প্রফেশনাল সাইট ডিজাইনের মধ্যে অন্যতম একটি অপশন হলো ফুটার সেকশন।
মুলত এই অপশনটি সব থিমে থাকে না। আবার কিছু   কিছু থিমে এই সুবিধা থাকলেও সাইট লোগো সেট করার সুবিধা থাকে না কিন্তু এই থিমটি তে আপনারা এই সুবিধা পাবেন।


কুকিঃ
এটি একপ্রকার ডাটা সংগ্রাহক সফটওয়্যারের মত কিন্তু সফটওয়্যার না। যে ব্যাক্তি প্রথম এই থিম যুক্ত সাইটে প্রবেশ করে তখন এই কুকি একটি নোটিফিকেশন দেয়, আর এই নোটিফিকেশন টি আপনার ব্রাওজারের সাথে এড হয়ে যায় ফলে পরবর্তীতে ভিজিট করা বিভিন্ন সাইটের তথ্য আপনি এক ক্লিকেই পেতে পারন এটি মুলত কুকি এর সুবিধা।


ডিফল্ট আইকনঃ
কোন পোস্টে যদি ছবি না দেওয়া হয় তবে ওই পোস্টে ডিফল্ট আইকন হিসেবে আপনি যেই আইকন টা আপলোড করবেন ওই আইকন টাই ই সব পোস্টে শো করবে।

ওয়ান ক্লিক ডার্ক মোডঃ
এই থিমের আরো একটি আকর্ষনীয় ফিচার হলো ডার্ক মোড।
এই ডার্ক মোড ফিচার টি অধিকাংশ থিমে থাকে না তবে আপডেট থিম গুলোতে এই ফিচার দেখা যায়।







এখন কিভাবে seopro থিমটি ডাউনলোড করবেন ???


নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে থিমটি ডাউনলোড করতে পারবেন। তবে থিমটি ব্লগ সাইটে আপলোড করা থেকে শুরু করে কাস্টমাইজ, এডসেন্স পর্যন্ত সকল সাপোর্ট পাওয়ার জন্য আমাদেরকে জানাতে পারেন।

আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমঃ
Facebook page Link

www.facebook.com/helpnotice.net

WhatsApp

01928383854

Demo version








Paid version


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
close