How to Create Blogger Site Easily

 

আমাদের মধ্যে অনেকেই আছেন শখের বসে বা ইনকামের জন্য একটি পারসোনাল ব্লগ সাইট সম্পুর্ন ফ্রী তে বানাতে চায়।


তো সেই সকল ভাই বোনদের জন্য আজকের এই পোস্ট।



আজকে আমরা কথা বলবো কিভাবে একটি ব্লগ সাইট তৈরী করবেন।


এখন আমরা স্টেপ বাই স্টেপ বলবো যে কিভাবে ব্লগ সাইট তৈরী করবেন ও ফ্রী তে প্রিমিয়াম লুক থিম দিয়ে ব্লগ সাইটি ডিজাইন করবেন।


ব্লগ সাইট তৈরী করার নিয়মঃ


১. প্রথমেই ব্লগ সাইট তৈরী করতে একটি সক্রিয় জিমেইল লাগবে।


২. যে কোন একটি ব্রাউজার ( ক্রোম, ফায়ারফক্স, মজিলা) ওপেন করে প্রথমেই আপনার জিমেইল টি ব্রাউজারে সাইন ইন করে নিন।


৩. এখন সার্চ বারে www.blogger.com লিখে সার্চ করুন। ওপরের ছবির মত ইন্টারফেস আসবে।


তারপর এখানেও জিমেইল দিয়ে সাইন ইন করুন। তার পর নিউ ব্লগ বা ক্রেট ব্লগ এ ক্লিক করুন। তারপর সাইট ডিসিক্রপশন দিবেন যেমন best site for health, sport, news etc. মানে আপনি সাইটে যে বিষয় নিয়ে কাজ করবেন তার সংক্ষিপ্ত বিবরণ। তারপর ভালো ও আনকমন একটি নাম দিন

উদাহরণ স্বরুপ helpnotice.blogspot.com

অর্থাৎ  আপনি যেই নাম ই লিখুন না কেনো তার সাথে ডিফল্ট হিসেবে .blogspot.com এটা থাকবেই।

এই রকম হবে আপনি যেই নাম দিয়ে সাইট খুলতে চাচ্ছেন সেই নাম দিয়ে যদি সাইট তৈরী করা থাকে তবে আপনাকে অন্য নাম ব্যবহার করতে হবে।


এখন সাইটের নাম বা সাইট এড্রেস দেয়ার পরে ডান করে দিন।




এখন আপনি সাইট এডমিন প্যানেল এ আছেন, এখন আপনি থ্রি ডট আইকনে ক্লিক করে একেবারে নিচে গিয়ে ভিউ ব্লগে ক্লিক করুন তখন একটি নতুন ট্যাব ওপেন হবে এবং আপনার তেরী করা ব্লগ সাইটটি দেখতে পাবেন, এখানে ডিজাইন বিহিন অবস্থায় দেখতে পাবেন। এখন আপনাকে ভালো একটি থিম দিয়ে ভালোভাবে কাস্টমাইজ করে নিতে হবে।


এরপর ট্যাব টি কেটে দিয়ে আবার থ্রি ডট মেনু তে ক্লিক করে থিম অপশনে ক্লিক করবেন।

তারপর কাস্টমাইজ লেখার পাশে ড্রপ ডাউন মেনু তে ক্লিক করে  রিস্টোর অপশনে ক্লিক করে একটি থিম আপলোড করুন।


এখন ব্লগার থিম কোথায় পবেন ???


আপনি গুগলে গিয়ে ব্লগার থিম লিখে সার্চ দিলে প্রচুর থিম পাবেন সেখান থেকে ডাউনলোড করে ব্লগ সাইটে আপলোড করবেন।


তাছাড়াও নিচে থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে একটি থিম ডাউনলোড করে নিতে পারবেন।


এখন থিম সেট-আপ দেয়ার পর থিম টা কিভাবে কাস্টোমাইজ করতে হবে সেটা আমরা পরের পোস্টে জানবো।


এখন ড্রপ ডাউন মেনু থেকে পেজ এ ক্লিক করে, ওপরে নিউ পেজ বাটনে ক্লিক করে About us নামের একটি পেজ তৈরী করবেন।

এমনি ভাবে Privecy Policy নামের ও Contact Us নামের ৩ টা পেজ তৈরী করবেন।


এখন এই তিন রকম পেজের মধ্যে কি কি লিখতে হবে তা আপনারা এই সাইটের একেবারে নিচে গিয়ে আপনার তৈরি করা পেজের সাথে মিল আছে এমন লেখার ওপর ক্লিক করবেন। তাহলেই বুঝতে পরবেন পেজের মধ্যে কি কি লেখা লাগবে।

এখন ড্রপ ডাউন মেনু তে ক্লিক করে ৩০০ থেকে ৭০০ ওয়ার্ডের একটি নতুন ও সম্পুর্ন আনকমন পোস্ট লেখা শুরু করুন। এভাবে যত পারেন আনকমন পোস্ট লিখুন।

আপনি কিভাবে ব্লগার থিম কাস্টমাইজ করবেন এ নিয়ে আমরা অতি শিঘ্রয় পোস্ট করবো, ততক্ষণে আপনারা ইউনিক বা আনকমন ৩০০ থেকে ৭০০ ওয়ার্ডের পোস্ট লিখতে থাকুন।

এরপর স্টেপ বাই স্টেপ সাইটে Coustom domain set up, seo, google analytics ইত্যাদি সাইটে এড করা শেখাবো। আপনার কোন কিছু জানার বা শেখার থাকলে কমেন্ট করুন। আজকে এই পর্যন্তই ধন্যবাদ।


আরো দেখুন


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
close