Sinusitis Type, Symptoms and Treatment, সাইনোসাইটিসের কারণ লক্ষণ ও চিকিৎসা

Sinusitis Symptoms and Treatment

Sinusitis Type, Symptoms and Treatment

What is Sinusitis?

The sinus is the front of the human face and the side where there is some empty space inside the bone where there is air and the inside of that empty space is covered by a thin membrane. That covering contains some small glands that secrete a special type of secretion. These sinuses help us to maintain the beauty of our face, help us to resonate with what we say, these sinuses help us to lose the weight of the bones of our head. But when the secretions inside the sinuses are created according to the normal natural law, they become clear again according to the natural law. And when it is prevented from clearing, they accumulate inside the sinuses and if there is the presence of germs, then there is an infection which we call sinusitis.

Types of sinuses

  1. Frontal Sinus (the hollow bone just above the eye)
  2. Maxillary Sinus (The one that has high bones in the mouth is behind it)
  3. Ethomoid Sinus (which is above the nose)
  4. Sphenoid Sinus (which is often on the back of the nose)

Symptoms of Sinusitis

  • There may be body pain or severe pain.
  • There may be a feeling of fever or fever.
  • There will be cold-like discharge from inside the nose.
  • The body will match the match.
  • If the nasal bone is curved, the special lining of the muscle above the nasal bone becomes swollen and closes the nasal passages.
  • If there is polyps in the nose.
  • If there is a fungal infection in the nose.
  • Tooth infections.
  • And allergies.

What to do if sinusitis?

We already know that there may be runny nose, there may be pain, there may be fever, there may be nasal congestion but since the nose is having difficulty breathing, the mouth feels dry, the throat may become dry, the throat may ache, the voice may change more Maybe all this together but now we know what to do if we have sinusitis.
  • The first step is to try to remove the thorns and if it is for allergies, then you need to take medicine to reduce the allergies.
  • Boil hot water vapor through the nose
  • Dust should be avoided, it should be kept in an open place.
  • And above all, there are general hygiene rules that must be followed, such as not eating anything cold without normal body temperature.
    • Do not stand for a long time in the intense heat outside the AC. You have to take it off and bring it to normal temperature and then come out.
Adherence to such small hygiene rules can, in many cases, protect us from the effects of sinusitis.
In addition, it is necessary to take some medicines according to the rules to overcome the problem of sinusitis. However, this disease can be kept away by following several home remedies throughout the year.

Some home remedies for sinusitis

  • Has the ability to resist multiple diseases. Especially put one clove of garlic and honey in your diet every day. These two ingredients do not have a pair to prevent mucous diseases. Mixing two teaspoons of honey with one clove of garlic will keep sinusitis away.
  • Avoid places with low water vapor. Damp or excessively dry weather is also harmful for sinusitis. Stay in a place where there is enough light and air. If the mucus problem is kept away, the sinus problem is far away. So take steam of hot water. The nasal passages get wet and the mucus becomes thin and comes out.
  • Ginger, honey mixture is extremely beneficial for mucus. The sweet anti-inflammatory power keeps the body warm. Ginger is antibacterial in nature. If you can eat a mixture of these two ingredients every day, you can stay away from sinus problems.
  • Eat hot drinks. Exclude sugar in tea and coffee. Even if you eat soup, it should not be too spicy.
  • Soak a towel in hot water and squeeze well. Now lie down on your face with this towel for a while. It is very comfortable.
  • Stay away from cigarette smoke, body spray, dust, etc. These enter the nasal passages and increase the problem of sinusitis.

Here are some homeopathic remedies for treating sinusitis:

  • Belladonna 30/200
  • Heper Sulpher 30/200
  • Kali Bichrome 30/200
  • Netrum Mure 30/200
  • Phytolacca 30/200
  • Sanguinaria Canadiances 30
  • Spigelia 30

Belladonna 30/200

Symptoms: Sudden onset of headaches and pain during the day, especially in the sun, and in that case, if you rest in a cold room, the pain is often reduced.
Dosage: In this case, Belladonna 30 is mixed with three to four drops of a little water and taken several times at intervals of one to two hours to reduce the pain temporarily and take it regularly for four to six times a day for a few days to get rid of sinusitis completely.

Heper Sulpher 30/200

Symptoms: Sinusitis can be seen when you feel a little cold. There is a lot of pain in the head, sore throat, sore throat, cough and various symptoms are seen in a little cold.
Dosage: In these cases Heper Sulpher 30 or 200 three-four drops mixed with a little water three to four times throughout the day is very beneficial in a few days. However, if the sinusitis is older, its effectiveness is much higher.

Kali Bichrome 30/200

Symptoms: Pain or soreness that occurs at a specific point, such as above the nose or at a specific point in the eye, and the pain may gradually spread throughout the head. In this case, if any water falls through the nose or any mucus or phlegm comes out through the nose, it takes the shape of a thin thread.
Dosage: In this case, Kali Bichrome 30 or 200 mixed with three-four drops of a little water and taken four-six times a day, all the problems of sinusitis are removed in a few days.

Netrum Mure 30/200

Symptoms: Severe headache, hammer pain, severe pain in the sun, anemic girls who have a little anemia, those who have sinusitis, and those who have a high salt intake, Netrum Mure 30/200 is very useful.
Dosage: Netrum Mure 30 or 200 three-four drops mixed with a little water four times a day for a few days to get rid of all the symptoms of sinusitis.

Phytolacca 30/200

Symptoms: Lightning strikes like a flash of lightning in the head, spreading from the slightest pain to the whole head.
Dosage: In this case, Phytolacca 30 or 200 three-four drops mixed with a little water four to six times a day, all the pain of sinusitis is removed in a short time.

Sanguinaria Canadiances 30

Symptoms: Usually if there is pain in the right side of the sinusitis and it is very fast and it is very difficult to look at the light, if you rest in a dark room then it is seen that the pain is reduced a lot.
Dosage: Sanguinaria Candiances 30 In this condition, three to four drops mixed with a little water and taken four to six times daily, all the pain of sinusitis is cured very quickly.

Spigelia 30

Symptoms: It is usually very useful for the pain of sinusitis on the left side of the head.
Dosage: Spigelia 30 is mixed with three to four drops of water and taken four times a day for a few days to relieve sinusitis.

Some of the medications mentioned have to follow some home remedies or restrictions while taking the medicine according to these symptoms.
  • If the problem of sinusitis increases, go to the doctor immediately and seek treatment.

Translate In Bangla


সাইনোসাইটিসের কারণ লক্ষণ ও চিকিৎসা


সাইনোসাইটিস কী?

সাইনাস হচ্ছে মানুষের মুখমণ্ডল এর সামনের দিকে এবং পাশে হাড়ের ভেতরের কিছু ফাঁকা জায়গা যেখানে বাতাস থাকে আর সেই ফাঁকা জায়গার ভেতরের দিকে পাতলা ঝিল্লির আবরণ থাকে। সেই আবরণ এর মধ্যে কিছু ছোট ছোট গ্রন্থি থাকে যে গ্রন্থিগুলো থেকে বিশেষ ধরনের নিঃসরণ বের হয়ে আসে। এই সাইনাসগুলো আমাদের মুখমন্ডলের সৌন্দর্য রক্ষার কাজে সহায়তা করে, আমরা যে কথা বলি আমাদের এই কথা বলার কাজে অনুরণন তৈরিতে সহায়তা করে, এই সাইনাসগুলো আমাদের যে মাথার হাড় আছে তার ওজন কমিয়ে দিতে সহায়তা করে বিভিন্নভাবে সাইনাস আমাদের কাজে লাগে। কিন্তু যখন সাইনাসের ভেতরের স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে যে নিঃসরণ গুলো তৈরি হয় সেগুলো আবার প্রাকৃতিক নিয়মেই পরিষ্কার হয়ে যায়। এবং পরিষ্কার হতে যখন বাধা পায় তখন সেগুলো সাইনাসের ভেতরে জমে যায় এবং সেখানে যদি জীবাণুর উপস্থিতি ঘটে তখন সেখানে সংক্রমণ হয় যাকে আমরা বলি সহজ কথায় সাইনোসাইটিস।

সাইনাসের প্রকারভেদ

  • Frontal Sinus (যেটি চোখের ঠিক ওপরেই থাকে ফাপা হাড়)
  • Maxillary Sinus (যেটি মুখের মধ্যে উচু হাড় আছে তার পেছনেই থাকে)
  • Ethomoid Sinus (যেটি নাকের ওপরে থাকে)
  • Sphenoid Sinus (যেটি অনেক টা নাকের পেছন দিকে থাকে)


সাইনোসাইটিস এর লক্ষণ

  • শরীর ব্যথা থাকবে বা তীব্র ব্যথা ও থাকতে পারে।
  • জ্বর জ্বর ভাব থাকবে বা জ্বর থাকতে পারে।
  • নাকের ভেতর থেকে সর্দির মত নিঃসরণ হতে থাকবে।
  • শরীর ম্যাচ ম্যাচ করবে।
  • যদি নাকের হাড় বাঁকা থাকে নাকের হাড় এর উপরে যে মাংস আছে সেই মাংসপেশি বিশেষ আবরণ যদি ফুলে যায় এবং নাক টাকে বন্ধ করে দেয়।
  • নাকে যদি পলিপসিস হয়।
  • নাকে যদি ছত্রাকের সংক্রমণ হয়।
  • দাঁতে ইনফেকশন।
  • এবং এলার্জী।

সাইনোসাইটিস হলে করণীয় কী?

আমরা আগেই জেনেছি যে নাকে নিঃসরণ থাকবে, ব্যথা থাকতে পারে, জ্বর থাকতে পারে, নাক বন্ধ হয়ে যেতে পারে এর সঙ্গে কিন্তু যেহেতু নাকে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মুখে শ্বাস করা লাগছে, গলাটা শুকিয়ে যেতে পারে, গলা ব্যথা করতে পারে, গলার আওয়াজ আরো পরিবর্তন হতে পারে এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এখন জানব সাইনোসাইটিস হলে আমাদের কি করতে হবে।

  • প্রথমে পথের কাঁটা সরানোর চেষ্টা করতে হবে এবং সেটা যদি এলার্জির জন্য হয়ে থাকে তাহলে এলার্জি কমিয়ে আনার জন্য ঔষধের ব্যবস্থা করতে হবে।
  • নাক দিয়ে ফুটন্ত গরম পানির বাষ্পের ভাপ টানতে হবে
  • ধুলাবালি পরিহার করতে হবে, খোলামেলা জায়গায় থাকতে হবে।
  • এবং সর্বোপরি সাধারন স্বাস্থ্যবিধি গুলো আছে সেগুলো মেনে চলতে হবে যেমন গরম থেকে এসেই শরীরের তাপমাত্রা স্বাভাবিক না করে ঠান্ডা কিছু খেয়ে ফেলা যাবে না
    • অনেকক্ষণ এসিতে থেকে তীব্র গরমে বাইরে যে তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে পড়া চলবেনা। বন্ধ করে দিয়ে স্বাভাবিক তাপমাত্রায় শরীরটাকে সয়ে নিয়ে তারপরে বাইরে আসতে হবে।

এরকম ছোট ছোট স্বাস্থ্যবিধি মেনে চলা যায় তাহলে অনেক ক্ষেত্রেই সাইনোসাইটিসের যে কষ্টগুলো পায় তার থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি।

এছাড়া সাইনোসাইটিসের সমস্যা দূর করার জন্য নিয়ম মেনে কিছু ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে। তবে সারা বছর বেশকিছু ঘরোয়া উপায় মেনে চললে এই অসুখ দূরে রাখা যায় অনেকটাই।

সাইনোসাইটিস সমাধানের কিছু ঘরোয়া পদ্ধতি

  • একাধিক রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে। বিশেষ করে প্রতিদিন ডায়েটে রাখুন এক কোয়া রসুন ও মধু। এই দুই উপাদানেই শ্লেষ্মাজনিত অসুখ ঠেকাতে এদের জুড়ি নেই। এক কোয়া রসুনের সঙ্গে দু'চামচ মধু মিশিয়ে খেলে সাইনোসাইটিস দূরে থাকবে।
  • কম জলীয় বাষ্পযুক্ত স্থান এড়িয়ে চলুন। সাইনোসাইটিসের ক্ষেত্রে স্যাঁতসেঁতে বা অতিরিক্ত শুষ্ক আবহাওয়াও ক্ষতিকারক। পর্যাপ্ত আলো-বাতাস আছে, এমন জায়গায় থাকুন।
  • শ্লেষ্মাজনিত সমস্যাকে দূরে রাখলেই সাইনাসের সমস্যা অনেকটা দূরে থাকে। তাই গরম পানির ভাপ নিন। এতে নাসিকাপথ ভিজে থাকে ও শ্লেষ্মা পাতলা হয়ে বেরিয়ে আসে।
  • আদা, মধুর মিশ্রণ শ্লেষ্মার জন্য অত্যন্ত উপকারী। মধুর অ্যান্টিইনফ্ল্যামেটরি ক্ষমতা শরীর গরম রাখে। আদা প্রাকৃতির ভাবেই অ্যান্টিব্যাক্টিরিয়াল। এই দুই উপাদানের মিশ্রণ প্রতি দিন খেতে পারলে সাইনাসের সমস্যা থেকে অনেকটাই দূরে থাকা যায়।
  • গরম পানীয় খান। চা-কফি খেলে তাতে চিনি বাদ দিন। স্যুপ খেলেও তা যেন খুব মশলাদার না হয়।
  • গরম পানিতে একটি তোয়ালে ভিজিয়ে ভালো করে নিংড়ে নিন। এবার এই তোয়ালে মুখের উপর দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকুন। এতে অনেকটা আরাম পাওয়া যায়।
  • সিগারেটের ধোঁয়া, বডি স্প্রে, ধুলোবালি ইত্যাদি থেকে দূরে থাকুন। এসব নাসিকাপথে প্রবেশ করে সাইনোসাইটিসের সমস্যা বাড়ায়।

সাইনোসাইটিস সমাধানের কিছু হোমিওপ্যাথিক ঔষধের নামঃ

  • Belladonna 30/200
  • Heper Sulpher 30/200
  • Kali Bichrome 30/200
  • Netrum Mure 30/200
  • Phytolacca 30/200
  • Sanguinaria Canadiances 30
  • Spigelia 30

Belladonna 30/200 (বেলেডোনা 30/200)

লক্ষণঃ হঠাৎ মাথায় যন্ত্রণা শুরু করে ব্যথা করে এবং দিনের বেলায় এই যন্ত্রণা টি সবচেয়ে বেশি হয় বিশেষ করে রোদ্রে বের হয় এবং সে ক্ষেত্রে যদি ঠাণ্ডা ঘরে বিশ্রাম নেওয়া হয় তাহলে অনেক সময় যন্ত্রণা কমে যায়।

প্রয়োগ মাত্রাঃ এই অবস্থায় Belladonna 30 তিন থেকে চার ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে এক থেকে দুই ঘন্টা অন্তর অন্তর কয়েকবার খাওয়ালেই সাময়িকভাবে যন্ত্রণা কমে যায় এবং প্রতিদিন চার থেকে ছয় বার কিছুদিন নিয়মিত খেলে সাইনোসাইটিসের হাত থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া যায়।


Heper Sulpher 30/200 (হিপার সালফার 30/200)

লক্ষণঃ সামান্য একটু ঠান্ডা লাগলেই তার সাইনোসাইটিসের উপক্রম দেখা যায়। মাথায় খুব যন্ত্রণা করে, গলায় ব্যথা হয়, গলা খুসখুস করে, কাশি হয় এবং অল্প ঠান্ডাতেই নানা রকম উপসর্গ দেখা যায়।

প্রয়োগ মাত্রাঃ এইসব ক্ষেত্রে Heper Sulpher 30 বা 200 তিন- চার ফোটা সামান্য জলে মিশিয়ে সারা দিনে তিন থেকে চার বার খেলে কিছু দিনের মধ্যেই খুব উপকার পাওয়া যায়। তবে যদি অধিক পুরনো সাইনোসাইটিস হয় তখন এর কার্যকারিতা অনেক বেশি পাওয়া যায়।


Kali Bichrome 30/200 (ক্যালি বাইক্রম 30/200)

লক্ষণঃ যে ব্যথা বা যন্ত্রণা একটা নির্দিষ্ট পয়েন্টে হয় যেমন নাকের ওপরে বা চোখের একটা নির্দিষ্ট পয়েন্টে ব্যথা হয় এবং ব্যথাটি ধীরে ধীরে সারা মাথা জুড়েই হতে পারে। এই অবস্থায় যদি যদি নাক দিয়ে কোন জল পড়ে বা নাক দিয়ে কোন মিউকাস বা কফ বের হয় সেটি সরু সুতার আকার নেয়।

প্রয়োগ মাত্রাঃ এই অবস্থায় Kali Bichrome 30 বা 200 তিন- চার ফোটা সামান্য জলের সাথে মিশিয়ে সারাদিনে চার-ছয় বার করে খেলে কিছুদিনের মধ্যেই সাইনোসাইটিসের সমস্ত কষ্ট দূর হয়ে যায়।


Netrum Mure 30/200 (নেট্রাম মিউর 30/200)

লক্ষণঃ প্রচন্ড মাথায় যন্ত্রণা হয় হাতুড়িপেটা মতো ব্যথা হয়, রোদ্রে বেরোলে খুব বেশি কষ্ট হয়, যে সমস্ত মেয়েদের একটু রক্তাল্পতা আছে তাদেরকে বলা এনিমিক গার্লস তাদের ক্ষেত্রে যদি সাইনোসাইটিস হয় এবং যাদের লবণ খাবার প্রবণতা অনেক বেশি থাকে তাদের ক্ষেত্রে Netrum Mure 30/200 খুবই উপকারী

প্রয়োগ মাত্রাঃ Netrum Mure 30 বা 200 তিন- চার ফোটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে চারবার কিছুদিন খাওয়ালেই সাইনোসাইটিসের সমস্ত কষ্ট দূর হয়ে যায়।


Phytolacca 30/200 (ফাইটোলক্কা 30/200)

লক্ষণঃ মাথায় বিদ্যুতের ঝলক এর মত যন্ত্রণা আরম্ভ হয়, সামান্য ব্যথা থেকে পুরো মাথায় ব্যথা ছড়িয়ে যায়

প্রয়োগ মাত্রাঃ এই অবস্থায় Phytolacca 30 বা 200 তিন- চার ফোটা সামান্য জলে মিশিয়ে সারা দিনে চারবার থেকে ছয় বার খাওয়ালে অল্পদিনের মধ্যেই সাইনোসাইটিসের সমস্ত কষ্ট দূর হয়ে যায়।


Sanguinaria Canadiances 30 (স্যাঙ্গুনেরিয়া ক্যানাডিয়ান্সিস 30)

লক্ষণঃ সাধারণত ডানদিকে যদি সাইনোসাইটিসের ব্যথা হয় এবং খুব দ্রুত ব্যাথা হয় আর আলোর দিকে তাকাতে খুব কষ্ট হয়, যদি অন্ধকার ঘরে বিশ্রাম নেওয়া হয় তাহলে দেখা যায় যে যন্ত্রনা অনেকটাই কমে যায়।

প্রয়োগ মাত্রাঃ এই অবস্থায় Sanguinaria Candiances 30 তিন থেকে চার ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে চার থেকে ছয় বার প্রতিদিন খাওয়া হয় তাহলে সাইনোসাইটিসের সমস্ত কষ্ট অতি দ্রুত সেরে যায়।


Spigelia 30 (স্পাইজেলিয়া 30)

লক্ষণঃ এটি সাধারণত মাথার বাম দিকের যন্ত্রণা সাইনোসাইটিসের যন্ত্রণার জন্য খুবই উপযোগী করা হয়। 

প্রয়োগ মাত্রাঃ Spigelia 30 তিন- চার ফোটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে দিনে চার বার কিছুদিন খেলে সাইনোসাইটিসের উপশম হয়।


যে সমস্ত ওষুধ গুলো উল্লেখ করা হয়েছে এই গুলো লক্ষণ অনুযায়ী ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলি ঘরোয়া পদ্ধতি বা বিধি-নিষেধ মেনে চলতে হবে।


  • সাইনোসাইটিস সমস্যা বৃদ্ধি পেলে দ্রুত ডাক্তারের নিকট গিয়ে সেবা নিন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
close