সৌদি আরবের কোন শহরে সব থেকে বেশি কাজ পাওয়া যায়? | Which city in Saudi Arabia has the most jobs?

Which city in Saudi Arabia has the most jobs?
সৌদি আরবের কোন শহর বা এলাকাতে সব থেকে বেশি কাজ পাওয়া যায়?


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই ? যাই হোক আমরা প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে একটা প্রশ্নের সম্মুখীন হয় সেটি হল সৌদি আরবের কোন শহরে সব থেকে বেশি কাজ পাওয়া যায়?  সৌদিতে বেশ কয়েকটি শহর আছে যেগুলো ইন্ডাস্ট্রিয়াল শহর, ইন্ডাস্ট্রিয়াল একটু বেশি তবে একটা কথা না বললেই নয় যিনি কাজ জানে তার জন্য সৌদি আরবের প্রত্যেকটা অঞ্চলেই কাজের কোন অভাব নেই। সৌদি আরব 21 লক্ষ বর্গ কিলোমিটারের দেশ- বিশাল অর্থনীতির দেশ। যারা কাজ জানে তাদের জন্য কখনোই কাজের অভাব ছিল না।


Which city in Saudi Arabia has the most jobs?

গত কয়েক বছরে প্রচুর পরিমাণে আমাদের দেশ থেকে যারা এসেছেন তার মধ্যে 90 ভাগ প্রবাসী কিন্তু শুধুই চারটি হাত ও পা নিয়ে চলে আসেন কিন্তু কোন কাজ শিখে  আসেন না। অদক্ষ প্রবাসীদের সৌদি আরবের চাহিদা কিন্তু দিন দিন কমছে, আপনি কাজ জানেন না আপনার চাহিদা অনেক কম, আপনার দামও অনেক কম। সৌদিতে যিনি কাজ জানেন তাকে মোয়াল্লেম বলে তারা ডেকে থাকে আর যারা কাজ জানেনা তাকে আমেল বলেই ডাকে। সম্মানের দিক থেকেও কিন্তু কাজ জানা লোকের সম্মান একটু বেশি।


এরপরে আপনাদের মধ্যে অনেকেরই একটা চিন্তা থাকে আমি বেশি বেতনে কাজ করব অল্প বেতনে কাজ করব না। সৌদিতে আসার পরেই ঘরে বসে থাকেন, কম বেতনে কাজ করতে চান না। আপনি ফ্রি ভিসায় এসেছেন আপনি জানেন সৌদিতে ফ্রি ভিসা বলে কোন ভিসা নেই এর পরেও যেহেতু চলে এসেছেন সেহেতু আপনাকে কাজ করতে হবে, আপনার জন্য আপনার পরিবারের জন্য এবং আপনি যে টাকা ধার দেনা করে এসেছেন সেটা তোলার জন্য। ঘরে বসে থেকে আপনি কোন কাজ পাবেন না। আপনি যখন একটা কাজে চলে যাবেন সেখানে নানান কিসিমের মানুষের সাথে আপনার সম্পর্ক হবে, কথা হবে, অভিজ্ঞতা অর্জন করবেন, একজনের সাথে একজনের কথাবার্তা হতে হতেই কিন্তু আরেকটা রাস্তা চলে আসে। ঘরে বসে থেকে তিন হাজার রিয়াল বেতনে কাজ করবেন এমন স্বপ্ন দেখাটা আমি বলব আপনার জন্য মোটেও ঠিক হচ্ছে না। আমাদের বেশির ভাগ প্রবাসী আমাদের কাছে জানতে চেয়েছেন যে কফি শপের কাজ আছে কিনা?  আবাসিক হোটেলে কাজ আছে কিনা? বা সৌদিতে কয়টা কফি শপ আছে? কয়টা আবাসিক হোটেল আছে?


এ দেশে ইন্ডাস্ট্রির কোন অভাব নেই, আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে আপনি টাকা কামাতে পারবেন। আপনারা মামা, খালু বা কোন আত্বিয় আজকে পয়সাওয়ালা যারা পয়সা কামাচ্ছেন যারা বাড়িতে বিল্ডিং বানিয়েছে তারা কেউ সৌদি আরবে আরাম করে পয়সা কামাই নি, প্রত্যেকেই কিন্তু পরিশ্রম করেছে। আপনি দেখবেন বিভিন্ন অঞ্চলে বাংলাদেশীরা ব্যবসা-প্রতিষ্ঠান খুলে রেখেছে এরা সবাই এদেশে পরিশ্রম করে এ অবস্থানে এসেছে, তাই আপনিও আসতে পারবেন একটা সময় যদি আপনি পরিশ্রম করতে পারেন, পরিশ্রম করার অভ্যাস গড়ে তুলতে পারেন। ঘরে বসে থেকে কফি শপে কাজ করবেন, 1500 রিয়াল বেতনে কাজ করবেন না তাহলে আপনার জন্য সৌদি আরবে কোন কিছুই নেই।



সৌদি আরবের কোন শহরে বেশি কাজ পাওয়া যায়?


এখন জানাবো যে সৌদি আরবের কোন শহর বা এলাকাতে সব থেকে বেশি কাজ পাওয়া যায়? কোন কোন শহরগুলোতে?


1. জুবাইলঃ যারা কাজ জানেন না, যারা পরিশ্রম করতে অভ্যস্ত বা করতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনি চাইলে জুবাইলে যেতে পারেন ইয়ানবুতে যেতে পারেন। জুবাইল এবং ইয়ানবু সৌদি আরবের কলিজা, অর্থনীতির লিভার বলা হয়ে থাকে যুবাইল এবং ইয়াবুকে। জুবাইলকে লিভার বলার কারন হলো জুবাইলের পাশেই হল দাহারাইন আর দাহারাইনের পাশেই হলো রাজতন্ত্রীয়া। আর সেখানেই অবস্থিত সৌদি আরবের সব থেকে বড় তেল কোম্পানি এবং বিশ্বের সব থেকে বড় তেল কোম্পানি আরামকো। 


আরামকো হওয়ার কারণে জুবাইলে প্রচুর পরিমাণে ইন্ডাষ্ট্রি হয়েছে। প্রচুর বলতে যা বলার বাহিরে। জুবাইল এর পাশেই হলো রয়েল কমিশন, এই রয়েল কমিশনেও প্রচুর কাজ পাওয়া যায়। রয়েল কমিশন এত সুন্দর এতটা ক্লিন সিটি একবার গেলেই আপনি বুঝতে পারবেন। রয়েল কমিশনে সাধারণত প্রবাসীদের রাতে ঘুমাতে পারে না, শুধুমাত্র হাউজ ড্রাইভার এবং ঘরের কাজের লোক ছাড়া বাহিরের কোন লোক সেখানে থাকতে পারেনা ফ্যামিলি ছাড়া। জুবাইল এই জন্যই জনপ্রিয় যে জুবাইলে কাজের চাহিদা বেশি।


জুবাইলে যারা কাজ করে তারা ঘন্টা হিসেবে কাজ করে। ঘন্টায় 10 রিয়াল, 20 রিয়াল যে  যেমন কাজ জানে। যেমন আপনি ওয়েল্ডিং এর কাজ জানেন, আপনি মেশিনের কাজ জানেন তাহলে আপনার চাহিদা প্রচুর পরিমাণে আছে। তবে জুবাইলে সমস্যাও আছে। আর সমস্যা হল জুবাইলের কাজ আপনার সাপ্লাই এর মাধ্যমে হয়ে থাকে এবং সাপ্লাই এর মাধ্যমে কাজ করতে হয়। তার জন্য এক্ষেত্রে বেতন পেতে একটু সময় লাগে, অনেক সময় প্রতারিত হতে হয়। তবে সব সাপ্লাই যে খারাপ এটা বলব না কিছু ভালো সাপ্লাই আছে দীর্ঘ কয়েক বছর ধরে তারা ব্যবসা করে যাচ্ছে বাংলাদেশীরা।


জুবাইলে যদি আপনি সেটেল হতে চান তবে আমি আপনাকে সাধুবাদ জানাবো, আপনি জুবাইলে সেটেল হোন কারণ জুবাইলে প্রচুর কাজ পাওয়া যায়। বেতন একটু দেরিতে পেলেও জুবাইল এ যারা কাজ করে প্রত্যেকেই কিন্তু তিন সাড়ে তিন চার হাজার রিয়াল পর্যন্ত কামাই করে কারণ জুবায়ের কাজ হল ঘন্টা হিসেবে প্রতি ঘন্টা 12 রিয়াল, 15 রিয়াল 10 রিয়াল এরকম। আবার কিছু কিছু সাপ্লাই আছে যারা মাসে মাসে বেতন দিয়ে দেয় আপনি জুবাইলে সেটেল হতে পারেন।


2. ইয়ানবুঃ এরপরে আছে ইয়ানবু, ইয়ানবুতেও জুবাইলের মতই কাজ। যুবাইলের মধ্যে জুবাইল 1, জুবাইল 2 এবং জুবাইল 3 আছে। এরপর জুবাইলের মধ্যে সৌদি আরবের সেকেন্ড কোম্পানি সাবিক আছে এবং এটি সরকারি কোম্পানি। এর আন্ডারে শত শত কোম্পানি কাজ করে জুবাইলে। রাবিকে একটা সময় কাজ পাওয়া গেছে কারণ রাবিকে আব্দুল্লাহ সিটি হয়েছিল যার কারণে অনেক কাজ ছিল একটা সময় এখন কিন্তু আব্দুল্লাহ সিটি কমপ্লিট হয়ে গেছে এখন সাধারণ কাজের জন্য লোক নেয় তারা। তবে মেজর কাজের জন্য কিন্তু এখন রাবিকে তেমন লোক নেয় না তারপরেও যদি আপনাদের পরিচিত কোন লোক থাকে তবে রাবিকে সেটেল হওয়ার চেষ্টা করতে পারেন।


3. মক্কাঃ অনেকেই বলেন আমি মক্কায় কাজ করতে চাই, অনেক ধর্মপ্রাণ মুসলিম চাই যে মক্কাতে সেটেল হওয়ার জন্য। দেখুন মক্কাতে কোনো ইন্ডাষ্ট্রি নেই বললেই চলে। সৌদি সরকার মক্কা কে আলাদা করে রেখেছে। কারণ মক্কাতে বেশি ট্রাফিক ঝামেলা হোক এটা চাই না।  মক্কার পরিবর্তে সবকিছু জেদ্দাতেই করেছে। জেদ্দাতে এয়ারপোর্ট, মক্কাতে এয়ারপোর্ট পর্যন্তও করেনি সরকার যাতে মক্কাতে ট্রাফিক কম হয় এবং মানুষ যেন স্বাচ্ছন্দে ওমরাহ করতে পারে হজ করতে পারে। মক্কার কাজগুলো জেদ্দাতেই হয়ে থাকে বেশিরভাগ সময়। মক্কার যত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সব কিছুই কিন্তু জেদ্দা থেকে আসে।


তবে মক্কাতে একটা সময় আবাসিক হোটেলে প্রচুর কাজ পাওয়া যেত। করোনা মহামারির জন্য আবাসিক হোটেলগুলো বন্ধ হওয়াতে এখন আর তেমন একটা কাজ পাওয়া যায় না। তবে আপনি যদি কোন আবাসিক হোটেলে কাজ পেয়ে থাকেন বা পান তাহলে করতে পারেন তবে আমার মতে মক্কাতে আপনি যদি ছুটা কাজ করতে চান তাহলে আসবেন না মক্কাতে তেমন একটা কাজ নেই। কারণ মক্কা ইন্ডাস্ট্রিয়াল সিটি না। এখানে ইনডাস্ট্রি নেই বললেই চলে। যেদ্দাতে ছোট খাটো অনেক ইন্ডাস্ট্রি আছে তবে সব থেকে বেশি হলো যুবাইল ও ইয়ানবু।


4. তাবুকঃ এরপরে আছে বর্তমানে সব থেকে বড় সিটি হচ্ছে নিয়ম সিটি তাবুকে। সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাবুকে নতুন যে সিটি করতে যাচ্ছেন। সেখানেও প্রচুর কাজ পাওয়া যাচ্ছে চাইলে আপনি সেখানেও সেটেল হতে পারেন। এছাড়া অন্যান্য শহরেও কাজ পাওয়া যায়, কাজ পাওয়া যায় না এমন নয় তবে যারা কাজ জানে যারা কাজ করতে অভ্যস্ত তারা প্রত্যেকটা জায়গাতেই কাজ পাই। লেবারের চহিদাও কম বেশি মোটামুটি সব অঞ্চলেই আছে।


আপনি আপনার পরিচিত লোকদের কে আগে থেকেই ইনফর্ম করে দিন যে আমি কাজ করব তারা আপনার জন্য কাজ খুঁজে বের করবে এবং কাজ পেয়ে যাবে তবে কাজ করার আগ্রহ ও ইচ্ছা দুইটাই আপনার মধ্যে থাকতে হবে। কফি শপের জন্য বসে থাকলে আপনি কখনই কাজ পাবেন না। আপনি আবাসিক হোটেলের জন্য বসে থাকলে কিছুই করতে পারবেন না। ভাই এখানে কয়টা আবাসিক হোটেল আছে আর কয়টা কফি শপ আছে। আপনাকে কে কাজ দিবে, এত কাজ কোথায় পাবেন। কাজ করার জন্য পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী হোন, মনকে শক্ত করুন, কাজ শুরু করুন দেখবেন অভ্যস্ত হয়ে যাবেন রোদের মধ্যেও কাজ করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। ধন্যবাদ ভালো থাকবেন ।                                                                          



Which city or area in Saudi Arabia has the most jobs?


Assalamu alaikum wa rahmatullah, how are you all? However, one of the questions we are constantly asked is which city in Saudi Arabia has the most jobs? There are a number of cities in Saudi Arabia that are industrial cities, a little more industrial but there is no shortage of jobs in every part of Saudi Arabia for those who know how to work. Saudi Arabia is a country of 2.1 million square kilometers - a country with a huge economy. For those who know work, there has never been a shortage of work.


In the last few years, 90% of the expatriates who have come from our country in large numbers have left with only four arms and legs but have not learned any work. Demand for this specialty has grown significantly as a result of recent corporate scandals. In Saudi Arabia, they call those who know work Moallem and those who do not know work Amel. In terms of respect, but the respect of people who know the work is a little more.


Then many of you have a thought that I will work for a higher salary and not for a lower salary. After coming to Saudi, he stays at home and does not want to work for low pay. You came on a free visa. You know there is no such thing as a free visa in Saudi Arabia. Since you have left, you have to work, for yourself, for your family and to collect the money you have borrowed. You will not get any work from sitting at home. When you go to work, you will have relationships with people of different kisses, you will talk, you will gain experience, you have to talk to each other, but there is another way. I would say that dreaming of working for three thousand riyals while sitting at home is not right for you at all. Most of us expatriates want to know if we have a coffee shop. Do you have a job in a residential hotel? Or how many coffee shops are there in Saudi? How many residential hotels are there?


There is no shortage of industry in this country, if you can work hard you can earn money. You Mama, Khalu or any of the relatives who are earning money today, those who have built buildings at home, none of them have earned money in comfort in Saudi Arabia, but everyone has worked hard. You will see that Bangladeshis have opened businesses in different regions, they have all come to this position by working in this country, so you too can come one time if you can work, you can develop the habit of working. Work in a coffee shop from home, don't work for 1500 riyals then there is nothing for you in Saudi Arabia.



Which city in Saudi Arabia has the most jobs?

Now let me tell you which city or area in Saudi Arabia has the most jobs? In which cities?


1. Jubail: For those who do not know the work, those who are accustomed to work or want to work, I would say you can go to Jubail if you want, you can go to Yanbu. Jubail and Yanbu The heart of Saudi Arabia, the lever of the economy is called Jubail and Yanbu. The reason for calling Jubail a lever is that Daharine is next to Jubail and Rajatantriya is next to Daharine. It is home to Saudi Arabia's largest oil company and the world's largest oil company, Aramco.


Being Aramco, Jubail has a lot of industry. Lots to say beyond that. Next to Jubail is the Royal Commission, this Royal Commission also has a lot of work to do. The Royal Commission is so beautiful, you can understand once you go to such a clean city. At the Royal Commission, expatriates usually cannot sleep at night, except for housekeepers and housemaids, and no one outside can stay there without family. Jubilee is popular because of the high demand for work in Jubilee.


Those who work in Jubail work as hours. 10 riyals per hour, 20 riyals that knows such work. As you know the work of welding, if you know the work of machine then your demand is abundant. However, there is also a problem in Jubail. And the problem is that Jubail's work is done through your supply and you have to work through the supply. In this case, it takes a little time to get paid, a lot of time to be cheated. However, I will not say that all the supplies are bad. There are some good supplies. They have been doing business for many years.


If you want to settle in Jubail, I would like to thank you, you settle in Jubail because there is a lot of work available in Jubail. Although the salary is a little late, everyone who works at Jubail earns up to three and a half to four thousand riyals because the job of Jubail is 12 riyals per hour, 15 riyals 10 riyals as an hour. Again there are some supplies who pay monthly salary you can settle in Jubail.


2. Yanbu: Then there is Yanbu, Yanbu also works like Jubail. Jubail has Jubail 1, Jubail 2 and Jubail 3. Jubail is followed by Saudi Arabia's second-largest company, a state-owned company. Under this, hundreds of companies work in Jubail. RBI got a job for a while because RBI had Abdullah City which is why there was a lot of work for a while now but Abdullah City is complete now they take people for general work. However, for major work, but now people do not take Robi, but if you have a person you know, you can try to settle Robi.


3. Makkah: Many say I want to work in Makkah, many devout Muslims want to settle in Makkah. You see, there is no industry in Makkah. The Saudi government has set aside Mecca. Because I don't want more traffic jams in Makkah. Instead of Mecca, he did everything in Jeddah. The airport in Jeddah and even the airport in Makkah have not been visited by the government so that the traffic in Makkah is less and people can perform Hajj in Umrah with ease. Most of the work in Mecca is done in Jeddah. Mecca has all the necessities but everything comes from Jeddah.


However, at one time in Makkah, there was a lot of work available in residential hotels. With the closure of residential hotels due to the Corona epidemic, there is no longer much work to be done. However, if you have got a job in a residential hotel or you can do it, then in my opinion, if you want to work in Makkah, then do not come. There is not much work in Makkah. Because Mecca is not an industrial city. It goes without saying that there is no industry here. While there are many small and medium industries, the biggest ones are Jubail and Yanbu.


4. Tabuk: After that there is currently the biggest city is the rule city tabuk. Saudi Prince Mohammed bin Salman is going to make Tabuk a new city. There are plenty of jobs available there so you can settle there. Besides, there are jobs available in other cities, not only jobs are not available, but those who know how to work are accustomed to work, they get jobs everywhere. The demand for labor is more or less present in almost all regions.


Inform your acquaintances in advance that I will work, they will find work for you and get the job, but you have to have both interest and desire to work. If you sit down for a coffee shop you will never get a job. There is nothing you can do if you are waiting for a residential hotel. Brother, how many residential hotels and coffee shops are there? Who will give you work, where will you get so much work. Must be diligent to work. Be diligent, harden your mind, start working, you will get used to it, you will get used to working even in the sun. Thank you.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
close