শিক্ষার্থীদের আর্থিক অনুদান/উপবৃত্তি আবেদন করার নিয়ম Apply for student financial grants / stipends

 শিক্ষার্থীদের আর্থিক অনুদান/উপবৃত্তি আবেদন করার নিয়ম
Apply for student financial grants / stipends


আজকে এই পোস্টের মাধ্যমে আমরা জানাবো যে কিভাবে শিক্ষার্থীদের আর্থিক অনুদান ( মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ) এর জন্য যে ভাবে সকল শিক্ষার্থীগণ অেনলাইনে আবেদন করবেন।

উপবৃত্তি/অনুদানের আবেদন করতে যা যা লাগবেঃ

  • প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধানের প্রত্যায়ন পত্র
  • নগদ নাম্বার সহ মোবাইল
  • প্রয়োজনীয় পিতা মাতার জাতীয় পরিচয় পত্র নাম্বার
আবেদনের নোটিস টি Link এ ক্লিক করে আবেদনের তারিখ সহ বিস্তারিত দেখুন

উপবৃত্তি/অনুদানের নিয়মঃ

আপনারা প্রথমে https://www.mygov.bd/service/  এই লিংকের ওপর ক্লিক করুন। 


উপরের ছবির মত ওয়েব সাইটে প্রবেশ করবেন।

ক্লিক করার পর উপরের ছবির মত দেখতে পাবেন
এখন দেখবেন আবেদন ফরম পূরণের নিয়মাবলী দেওয়া আছে  এই গুলো আপনারা পড়ে নিবেন।

এখন উপরের ছবির মত দেওয়া ( আবেদন করুন ) অপশনে ক্লিক করুন।

এখন ক্লিক করার পর উপরের ছবির মত একটি লগ ইন ফরম দেখতে পাবেন। এখানে যদি কারো একাউন্ট না থাকে তবে রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন।


এরপর উপরের ছবির মত ইন্টারফেস আসলে নতুন একাউন্ট তৈরি করুন ফরমে আপনার নাম ও একটি সচল মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন বাটনে ক্লিক করুন। তবে ইমেইল এড্রেস দিতে পারেন আবার না ও দিতে পারেন কোন সমস্যা নাই।

এখন যেই মোবাইল নাম্বার টি দিয়েছেন সেই মোবাইল টি কাছে রাখুন কারন নিবন্ধন অপশনে ক্লিক করার পর মোবাইলে একটি ৬ সংখ্যার OTP কোড যাবে।

নিবন্ধন বাটনে ক্লিক করার পর উপরের ছবির মত একটি ফোন নাম্বার নিশ্চিত করুন ফরম আসবে সেখানে আপনার মোবাইলে আশা ৬ সংখ্যার OTP কোডটি বসিয়ে দিন। এবং সাবমিট অপশনে ক্লিক করুন।

এরপর উপরের ছবির মত ফরম আসবে এবং সেখানে ৮ সংখ্যার একটি নতুন পাসওয়ার্ড সেট করবেন। একই পাসওয়ার্ড টি পুনরায় নিচে লিখবেন। তারপর পাসওয়ার্ড হালনাগাদ করুন অপশনে ক্লিক করুন।

তারপর উপরের ছবির মত অভিনন্দন লেখা দেখতে পাবেন।

এরপর লগ ইন অপশনে ক্লিক করুন তারপর মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড টি দিন তারপর লগইন অপশনে ক্লিক করুন।

এখন উপরের ছবির মত দেখতে পাবেন এবং সেখানে শিক্ষার্থীদের আর্থিক অনুদান অপশনে ক্লিক করুন।

এখন  উপরের ছবির মত আসলে আপনি যেই শিক্ষা বিভাগের আওতায় সেটির ওপর ক্লিক করুন।
এরপর উপরের ছবির মত আবেদন করুন অপশনে ক্লিক করুন 

আবেদন ফরম টি সাবধানে পুরণ করুন। তবে ফরমে নগদ একাউন্ট নাম্বার দিতে হবে।

ফরম টি পুরন করার একেবারে শেষে সংযুক্তি অপশনে প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধানের প্রত্যায়ন পত্রের স্পষ্ট ছবি আপলোড করতে হবে তবে ছবিটি অবশ্যই ১ মেগাবাইটের কম হতে হবে। 


আপলোড হয়ে গেলে আরো একবার ভালো করে দেখে নিবেন যে আপনার সকল তথ্য ঠিক আছে কিনা।

সব কিছু ঠিক থাকলে নিছে এসে আবেদন প্রেরণ করুন অপশনে ক্লিক করুন

এরপর আবেদনটি প্রিন্ট করার অপশনে ক্লিক করে প্রিন্ট করুন বা সংরক্ষণ করুন।

বুঝতে না পারলে কমেন্ট করুন ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
close