যেভাবে জুম মিটিং এপস্ ব্যবহার করবেন, How to use Zoom meeting Apps

 

How to use Zoom meeting Apps

কিভাবে মোবাইল ও কম্পিউটারে জুম এপস্ ব্যবহার করতে হয় ???

আমরা অনেকেই জানিনা কিভাবে মোবাইল ও কম্পিউটারে জুম এপস্ ব্যবহার করতে হয়।

এখন আমরা জানবো কিভাবে মোবাইল ও কম্পিউটারে জুম এপস্ বা সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে ক্লাস নিতে হয় ও কিভাবে অনলাইনে ক্লাস করতে হয়।


মোবাইলে জুম এপস্ ডাউনলোড ও ব্যবহারের নিয়মঃ

  1. প্রথমে আমাদের মোবাইলের নেট কানেকশন চালু করতে হবে।

  2. তারপর গুগল প্লে স্টোর এ গিয়ে ওপরে সার্চ বার থেকে ( Zoom Cloud Meetings ) লিখে সার্চ করে এপস্ টি ইনস্টল করতে হবে।

  3. এপস্ টি ইনস্টল হওয়ার পর ওপেন করতে হবে।




এই পর্যন্ত শিক্ষক ও ছাত্র উভইকেই করা লাগবে


এখন ক্লাস নিতে যা যা করবেনঃ


  1. জুম এপস্ টি ওপেন করার পর Join a Meeting, Sign Up, Sign In এই তিনটা অপশন পাবেন এর মধ্য থেকে Sign Up এ ক্লিক করতে হবে।

  2. এখনসাইন আপ এ ক্লিক করার পর আপনার জন্ম তারিখ টি সেট করতে হবে।

  3. তারপর একটি নতুন পেজ আসবে সেখানে আপনার ই-মেইল ও ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। তারপর I agree to the Terms of Service এ টিক দিয়ে ওপরে নেক্সট বাটনে ক্লিক দিতে হবে। 

  4. এখন যেই ই-মেইলটি দেয়া হয়েছে সেই ই-মেইলে একটি ভেরিফিকেশন মেইল যাবে, তারপর সেই মেইলটি ওপেন করে ভেরিফাই লিংকে ক্লিক করে ভেরিফাই করতে হবে। এবং সেখানে পাসওয়ার্ড সেট করার অপশনে ক্লিক করে ৮ সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করবেন।

  5. ভেরিফাই করার পরে আবার জুম এপস্ এ এসে Join a Meeting, Sign Up, Sign In এই তিনটা অপশন পাবেন এর মধ্য থেকে Sign In এ ক্লিক করতে হবে। তারপর ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে Sign In করতে হবে।

  6. এরপর নিউ মিটিং অপশনে ক্লিক করতে হবে, তারপর স্টার্ট এ মিটিং এ ক্লিক করতে হবে, যেই অপশন গুলো আসবে সব গুলোতে এ্যালাও করে দিতে হবে।

  7. ক্যামেরা চালু হয়ে যাবে এখন স্ক্রিনের একেবারে ওপরে একটি ১০ ডিজিটের সংখ্যা ও পাসওয়ার্ড দেয়া থাকবে এটিই হল জুম আইডি। এখন ওই  ১০ ডিজিটের সংখ্যা ও পাসওয়ার্ড কপি করে ছাত্র-ছাত্রীদের মাঝে ম্যাসেন্জার গ্রুপ বা যেভাবেই হোক পৌছে দিতে হবে।

এই আইডি টি যাকে শেয়ার করবেন শুধুমাত্র সেই ব্যক্তিই এই মিটিং এ বা ক্লাসে অংশগ্রহন করতে পারবে।


    

এখন আমরা জানবো ছাত্র-ছাত্রীরা কিভাবে জুম আইডি ব্যবহার করে মিটিং এ বা ক্লাসে অংশগ্রহন করতে পারবে।

  1. জুম এপস্ টি ওপেন করার পর Join a Meeting, Sign Up, Sign In এই তিনটা অপশন পাবেন এর মধ্য থেকে Join a Meeting এ ক্লিক করতে হবে।

  2. তারপর শিক্ষকরা যেই ১০ ডিজিটের সংখ্যা ও পাসওয়ার্ড বা জুম আইডি দিয়েছে সেখান থেকে ১০ ডিজিটের সংখ্যা টা সেটা বসিয়ে দিয়ে Join Meeting এ ক্লিক দিতে হবে।

  3. এরপর পাসওয়ার্ড টা দিয়ে ওকে ক্লিক করুন ব্যাস এখন আপনি ক্লাসে অংশগ্রহন করতে পারবেন।



বিঃদ্রঃ কম্পিউটারে জুম সফটওয়্যার ইনস্টল করে একই নিয়মে ব্যবহার করতে হবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
close