How To Update Online Student Profile ID


আজকে আমরা জানবো কিভাবে Online Student Profile ID Update করতে হয়।

আমাদের মধ্যে যাদের মোবাইলে নিচের ছবির মত যশোর বোর্ড থেকে এস এম এস এসেছে, তারা নিচের নিয়ম ফলো করে Student Profile ID Update করতে পারবেন।




Online Student Profile ID Update করার নিয়মঃ

1. প্রথমে আমাদেরকে যে কোন ব্রাওজার ( গুগল ক্রোম, ফায়ার ফক্স, মজিলা ) ইত্যাদি এর মধ্যে যে কোন একটি ব্রাওজার ওপেন করে সার্চ বারে  https://www.jessoreboard.gov.bd/studentprofile লিখে সার্চ করুন।

সার্চ করলে নিচের ছবির মত আসবে...


2. এরপর Student Profile বক্সে মোবাইলে এস এম এস এ দেওয়া Profile আইডি ও পাসওয়ার্ড দিয়ে
দিন তারপর নতুন পাসওয়ার্ড সেট করার জন্য একটি বক্স আসবে এই বক্সে আপনার ইচ্ছামত ৬ সংখ্যার একটি পাসওয়ার্ড বসিয়ে দিন।
নতুন পাসওয়ার্ড দেওয়ার পরে নিচের মত ইন্টারফেস আসবে...


3. এখন বামে দেওয়া অপশন থেকে পারসোনাল ইনফরমেশন এ ক্লিক করে সব গুলো পুরন করি যেমন ( বাংলা নাম, মোবাইল, এন আইডি নাম্বার, এড্রেস )

সব গুলো তথ্য পুরণ করে নিচে আপডেট বাটনে ক্লিক করি। এবং তারপর উপরে ডানে সবুজ বাটনে ক্লিক করে রেজাল্ট আপডেট করে দিবেন।


আপডেট করার পর...


এখন Update My Profile From Jassore Board Date তে ক্লিক করি। ডাটা সেভ হলে ডানে গ্রীন সাকসেসফুল নোটিফিকেশন শো করবে।

আপনি বামের আপশনে পাবলিক ভিউ তে ক্লিক করে আপনার দেওয়া সম্পুর্ন তথ্য দেখতে পাবেন।

এখন আপনি যদি চান, যে আপনার দেওয়া তথ্য গুলো অপর কেউ দেখুক সে ক্ষেত্রে বামের অপশন থেকে শেযার প্রোফাইল লিংক এ ক্লিক করুন তাহলে নিচের মত আসবে।


এখন ডান থেকে Add New বাটনে ক্লিক করুন


এখন আপনার তথ্যটি অপরকে কত থেকে কত তারিখ পর্যন্ত দেখাতে চাচ্ছেন সেই অনুযায়ী তারিখ বসিয়ে লিংক এড এ ক্লিক করুন।

এখন একটি ‍লিংক জেনারেট হবে এবং এই লিংকটি কপি করে আপনি যার কাছে দিবেন শুধুমাত্র সেই ব্যক্তিই আপনার দেওয়া তারিখ এর মধ্যে তথ্য দেখতে পারবে।

যদি বয়স ভুল এর সমস্যা থাকে তবে নিজ নিজ প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন।

 

নিচে বোর্ড থেকে দেওয়া নোটিস টি দেওয়া হলো  PDF  ফাইলটি ডাউনলোড করে নোটিসটি দেখুন






পাসওয়ার্ড ভুলে গেলে করনীয়ঃ

আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনার বিদ্যালয়/ কলেজের যেই শিক্ষক আপনাদের মোবাইল নাম্বার গুলো বোর্ডে সাবমিট করেছে সেই শিক্ষক কে বললে সে পুনরায় আপনার মোবাইল নাম্বার নিয়ে আবার নতুন করে ( এই পোস্টের প্রথম ছবির মত ) আপনার মোবাইলে এস এম এস পাঠাবে। তখন আপনি খুব সহজেই আপনার আইডি এক্সেস করতে পারবেন।
Next Post Previous Post
2 Comments
  • Unknown
    Unknown October 28, 2021 at 3:47 PM

    পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো

    • Zahid
      Zahid October 31, 2021 at 2:04 PM

      আপনার এই প্রশ্নের উত্তরটি এই পোস্টের মধ্যে আপডেট করে দেয়া হয়েছে দয়া করে দেখে নিন

Add Comment
comment url
close